লাল গালিচায় কটাক্ষের শিকার উর্বশী

gbn

বিশ্বের মর্যাদাপূর্ণ সিনেমার আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে অংশ নিতে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। লাল গালিচাতেও হেঁটেছেন। এ সময় তার চোখে নীল রঙের আইশ্যাডো দেখা গেছে। হেয়ার স্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিশেল ছিল। এমন সাজেই উর্বশী ধরা দিয়েছিলেন কানের লাল গালিচায়।

কানের লাল গালিচায় হেঁটে কটাক্ষের শিকার উর্বশী

 

উর্বশীর কানেও ছিল মানানসই দুল। ফ্রান্স ফ্যাশনের শহর। সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তার সেই চেষ্টা হিতে বিপরীত হয়েছে। উর্বশীর সাজ অনুরাগীদের মোটেই ভালো লাগেনি।

উর্বশীর এ অতিরিক্ত রূপসজ্জা দেখে নেটিজেনরা কটাক্ষ করেছেন। নেটিজেনদের কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালো হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেছেন। গত ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’। এটি আগামী ১০দিন চলবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন