উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরিণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

gbn

লন্ডন, ১৪ মে ২০২৫ ||

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরিণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ । ১১ মে রোববার প্রেস ক্লাব কার্যালয়ে দিনব্যাপী দাবা, ক্যারম ও লুডু প্রতিযোগিতায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোন চ‍্যানেল এস-এর বার্মিংহাম প্রতিনিধি মোঃ আতিকুর রহমান এবং রানার আপ হোন মোহাম্মাদ শামিম আহমেদ । ক‍্যারামে মোট ১৬ জন প্রতিযোগীকে ৮টি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধতিতে খেলা শুরু হয় । এই খেলায় এবারও চ‍্যাম্পিয়ন হোন মোঃ আতিকুর রহমান । তিনি গতবারও এই খেলায় চ্যাম্পিয়ন ছিলেন । অপরদিকে লুডু খেলায় দু’টি বোর্ডে ৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । তবে পরপর ছক্কা মেরে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য লাভ করেন জান্নাতুল ফিরদৌস তুলি । রানার আপ হোন মোঃ বদরুজ্জামান বাবুল। দিনশেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ান গ্রাণ্ড মাস্টার এনামুল হোসেন রাজিব, ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের (বিবিসিএ) প্রধান উপদেষ্টা সাংবাদিক আবু মুসা হাসান ও সভাপতি মাহমুদ মাজেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল । দাবা প্রতিযোগিতায় বিচারকের ভুমিকা পালন করেন বিবিসিএ'র সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু।   এছাড়াও পুরস্কার বিতরনী পর্বে অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী,  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটাল ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেটের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল, প্রেস ক্লাবের আজীবন সদস্য মানিক মিয়া, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান ও নির্বাহী সদস্য মতিউর রহমান খোকন।   লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট সফল ও আনন্দঘন করে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেন ক্লাবের এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, প্রথম নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেল ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ ।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি মোঃ আকরামুল হোসেন ও নির্বাহী সদস্য জাকির হোসেন কয়েস। টুর্নামেন্টের স্পনসর ছিলো 'বিবিসিএ' এবং ডটপ্রিন্ট প্রিন্টিং কোম্পানী। প্রধান অতিথি গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশও সাংবাদিকরা দাবাকে গুরুত্ব সহকারে সবসময় প্রচার করে থকেন। বিলেতেও বাংলা মিডিয়ার সাংবাদিকরা এর ধারাবাহিকতা বজায় রাখছেন দেখে খুব ভালো লাগছে । সভাপতি মোহাম্মাদ জুবায়ের বলেন, সকলের সহযোগিতায় আমরা একটি আনন্দঘন টুর্নামেন্ট উপহার দিতে পারলাম। যারাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ।   সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, খেলাধূলা আমাদের শরীরচর্চা ও মানসিক বিকাশে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে । তাছাড়া ক্লাবের সদস্যদেরকে এনগেইজ করতে এ ধরনের খেলাধূলা আয়োজনের বিকল্প নেই। উল্লেখ্য, অনুষ্ঠানে ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় সংগঠনের ২০ পাউন্ডের বার্ষিক সদস্য ফি'র পরিবর্তে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা ১০ পাউন্ড ফি দিয়ে সদস্য পদ গ্রহণ করতে পারবেন । এছাড়া সাংবাদিক মিছবাহ জামাল সানরাইজ ও স্পেরট্রাম বাংলা রেডিও থেকে প্রেস ক্লাবের আগামী টুর্নামেন্টের জন‍্য ৫০০ পাউন্ড স্পনসর করার ঘোষণা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন