ইংল্যান্ডের লজ্জার রেকর্ড

জিবিনিউজ24 ডেস্ক:গতকাল পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৪১ রানের ব্যবধানে হার মানে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অসিদের বিপক্ষে ৪০৩ রান করেছিলো ইংলিশরা।
তাই প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করেও ইনিংস হারের লজ্জায় রেকর্ড গড়লো ইংলিশরা।
এই নিয়ে চতুর্থবার প্রথম ইনিংস ৪০০ বা ততোধিক রান করে ইনিংস হারের স্বাদ পেল ইংল্যান্ড। তাই এক্ষেত্রে লজ্জার রেকর্ডে টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি এগিয়ে ইংলিশরাই।
প্রথম ইনিংস ৪০০ বা ততোধিক রান করে ইনিংস হারের স্বাদ একবার করে পেয়েছে পাকিস্তান ও শ্রীলংকা। এছাড়া ১৯৭৭ সালের পর পার্থে কোনো টেস্টের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেও হারের স্বাদ পাওয়ার রেকর্ডও গড়লো ইংল্যান্ড। ১৯৭৭ সালে এই ভেন্যুতে এক টেস্টের প্রথম ইনিংসে ৪০২ রান করে ম্যাচ হেরেছিলো ভারত।