মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ধর্ষন ও হত্যার চেষ্টা মামলায় দুলাভাইসহ ৪জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে রশির মিয়া (২৬), শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের শামছু মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২৮), শাওন মিয়া (৩২) ও একই গ্রামের মৃত উছন আলীর ছেলে শরিফ উদ্দিন (৪৭)। গতকাল বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় তাদেরকে পৃথক ভাবে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে। র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে রশির মিয়া (২৬) পাশর্^বর্তী নোয়ারাই ইউনিয়নের সম্প্রতি বিয়ে করে। বিয়ের পর তার স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক গড়ে তোলে। এমতাবস্থায় শ্যালিকা অন্তঃসত্বা হয়ে পড়ে। আর এই ঘটনাটি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। তাই অন্তঃসত্বা শ্যালিকার ভাই বাদী হয়ে দুলাভাই বশির মিয়া বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দুলাভাইকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পৌরশহরের ট্রাফিক পয়েন্ট থেকে হত্যার চেষ্টা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী দুই ভাই সাদ্দাম মিয়া (২৮) ও শাওন মিয়া (৩২)সহ শরিফ উদ্দিন (৪৭)কে গ্রেফতার করে র্যাব ৯এর সদস্যরা। তারা জেলার শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের বাসিন্দা। ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ও র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন