সিলেটে এক সন্তানের জনকের মিথ্যা প্রেমের ফাঁদে সব হারালেন কিশোরী, গ্রেপ্তার প্রেমিক

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

নিজের আসল পরিচয় গোপন করে ১৭ বছর বয়সী কিশোরীর সাথে দীর্ঘদিন প্রেম করে, বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক প্রেমিকা কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার পিতার দায়ের করা মামলায় প্রতারক প্রেমিক মোজাহিদ আলী (৩০) নামের এক সন্তানের জনককে গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।


গ্রেপ্তারকৃত মোজাহিদ বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের নজিবুল্লাহ’র পুত্র। তার বিরুদ্ধে থানায় দায়ের করা মামলা নং ৩ (তাং ৪.০৫.২৫ইং)।
 

 

 

পুলিশ ও স্থানীয় জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে ধর্ষণের শিকার হওয়া কিশোরীর পিতার মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার একমাত্র অভিযুক্ত মোজাহিদ আলীকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোজাহিদ আলী ব্যক্তিগত জীবনে দুটি বিবাহ করেছেন। প্রথম বিবাহের পর এক কন্যা সন্তানের পিতা হন মোজাহিদ আলী এবং বর্তমানে ঘরে তার দ্বিতীয় স্ত্রীও রয়েছেন।
 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের মিরেরগাঁও-চাঁনপুর গ্রামস্থ নানার বাড়িতে আসা যাওয়ার পথিমধ্যে গ্রেপ্তারকৃত মোজাহিদ আলীর সাথে পরিচয় হয় ধর্ষণের শিকার হওয়া কিশোরীর। ওই পরিচয়ের সূত্রে ধরেই উভয়ের মধ্যে নিজেদের মোবাইল নাম্বার আদান-প্রদান হয়। চলে কথাবার্তা। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের সূত্র ধরে গত ৩.০৫.২৫ইং তারিখ বিকেল ৩টার দিকে কিশোরীকে বিবাহের প্রলোভন দেখিয়ে কৌশলে বেড়াতে নিয়ে যায়। মোজাহিদ এরপর নিজের চালিত সিএনজিতে ওই কিশোরীকে নিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘুরাঘুরি করে। এরপর ওই দিন সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তারকৃত মোজাহিদ আলীকে কিশোরীকে তার (মোজাহিদ) বসতঘরের পূর্ব দিকের একটি কক্ষে নিয়ে বাদীর কন্যাকে (ওই কিশোরী) বিবাহের প্রলোভন দেখিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে একাধিকবার ধর্ষণ করে। পরদিন (৪ মে) সকাল ৯টার দিকে গ্রেপ্তারকৃত মোজাহিদ আলী নিজের চালিত সিএনজি যোগে বাদীর কন্যাকে তার (বাদী) বাড়ির সামনের রাস্তার ফেলে যায়। এরপর কিশোরীর কাছ থেকে ঘটনাটি শুনে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে থানায় এসে মামলা দায়ের করেছেন বাদী।
 

মামলার বাদী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রতারক মোজাহিদ আলী আমার কন্যার কাছে নিজের আসল নাম পরিচয় গোপন করে ছিলো। তার নাম মোজাহিদ হওয়ার পরও সে বলে ছিলো জুবায়ের। এরপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে প্রতারক মোজাহিদ আলীর আসল পরিচয়।

 

কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্ত মোজাহিদ আলী গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত মোজাহিদ আলীকে আজ (সোমবার) আদালতে প্রেরণ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন