জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিস্কার করার কথা জানােনা হয়।
আলী আকবর রাজন বহুল আলোচিত শ্রমিক নেতা এবং সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজন শ্রমিকলীগ নেতা জাকারিয়ার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সুপারিশে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়।
এর জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
জানা গেছে, ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাসহ মোট ৫ মামলায় গত ২৮ এপ্রিল রাতে শ্রমিকলীগ নেতা জাকারিয়া আহমদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
পরদিন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশ পরেরদিন তাকে আদালতে হাজির করে। এসময় সিলেটের বিভিন্ন রুটে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।
এসময় তার পক্ষে বিএনপির রাজনীতির সাথে জড়িত এমন কয়েকজন আইনজীবী ওকালতনামা প্রদান করলে আদালত তার জামিন মঞ্জুর করে। আদালত প্রাঙ্গনে জাকারিয়ার পক্ষে অবস্থান নিয়ে রাজনের তৎপরতায় তোলপাড় শুরু হয় সিলেটের জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গনে।
এ ব্যাপারে আলী আকবর রাজনকে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন