বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে মৌলভীবাজার পেশাজীবী সাংবাদিকদের কয়েকটি সংগঠন

gbn

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

গত ৩রা মে ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষ্যে সারা বিশ্বের মতো মৌলভীবাজারেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওেয়া হয়। এরপর থেকেই বিশ্বব‍্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার যৌথ আয়োজনে কাশিনাথ রোডস্হ কার্যালয়ে সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও টিভি ওয়ান ইউকে এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক গণজাগরণের নির্বাহী সম্পাদক আনহার আহমদ সমসাদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাংবাদিক দেওয়ান মোনাকিব চৌধুরী, সাংবাদিক মোঃ পায়েল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস সালাম, সাংবাদিক মামুনুর রশিদ তরফদার, জাহাঙ্গীর হোসেন, রুবেল আহমদ সহ আরো অন‍্যান‍্য সাংবাদিক বৃন্দ। বক্তরা সংবাদ পরিবেশনে সাংবাদিকদের স্বাধীনতা, সুরক্ষা, বিভিন্ন সময়ে সংবাদ গ্রাহকদের বাধা দেওেয়া বা ভয় দেখানোর বিরুদ্ধে কড়া বার্তা প্রকাশ করেন। তাছাড়াও সারা বছর সাংবাদিকরা যেভাবে নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করেন সেই কাজকে সম্মান জানানোর জন্য ও আহ্বান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন