কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোমকে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলাতে দ্রুতই কাজ করে যাচ্ছে বাফুফে। শামিতের সম্মতি আনা, তার জন্য জন্মসনদ তৈরি করা এবং কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র আনার পর বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছিল। সোমবার প্রত্যাশিত পাসপোর্ট পেয়ে গেছেন শামিত।
এখন আর একটি প্রক্রিয়া শেষ করতে হবে শামিতকে। সেই প্রক্রিয়াটি পুরোপুরিই করতে হবে বাফুফেকে। শামিতকে জাতীয় দলে খেলতে অনুমতি দেওয়ার জন্য বাফুফে আবেদন করবে ফিফার কাছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সব কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেবে। পাসপোর্ট হাতে পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে খেলার সম্ভাবনায় আরেকধাপ এগিয়ে গেলেন শামিত।
ফিফায় আবেদন করতে বাফুফে সময়ক্ষেপণ করতে চায় না। যত দ্রুত সম্ভব তারা আবেদন করবে। দু’একদিনের মধ্যেই সব কাগজপত্রসহ আবেদন করবে বাফুফে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এখন সৌদি আরবে। সেখান থেকে তিনি জানিয়েছেন, ‘আমরা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছি।’
ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না শামিতের। জুনেই দেশের ফুটবলামোদীরা দেখতে পাবেন হামজা-শামিত জুটি।
শমিতের বাবা-মা বাংলাদেশের। তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা শামিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন