শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু, শাকিবের নীরবতায় রত্নার ক্ষোভ

gbn

রাজশাহীতে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’র শুটিং। রোববার শুটিং স্পটে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখানে মারা গেছেন ছবির স্টান্টম্যান মনির হোসেন। পরিচালক রায়হান রাফী জানান, শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মনিরকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সিনেমাপাড়ায়। তবে শাকিব খানের নির্লিপ্ততায় অনেকে অবাক হয়েছেন। শাকিব সেসময় শুটিং করলেও সহকর্মীর মৃত্যুতে একবারের জন্যও হাসপাতালে যাননি। মনিরের পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি। অভিযোগের সুরে গণমাধ্যমে এমনটাই জানান ফাইট ডিরেক্টর জুম্মান। বিষয়টি কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে।

 

এই প্রসঙ্গে সরব হয়েছেন চিত্রনায়িকা রত্না। তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে রত্না লেখেন, “কাল আপনার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না। এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না। এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার।”

‘আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে। এখন কিছু ফেরত দেওয়ার সময়। মনিরের পরিবারের পাশে দাঁড়ান। পর্দার পেছনের যারা আপনাকে আজকের শাকিব বানিয়েছে, তাদের ভুলে যাবেন না- যোগ করেন রত্না।’

 

রত্নার পোস্ট ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে দাবি করছেন, ‘তাণ্ডব’ সিনেমার পুরো টিমের উচিত ছিল মনিরের পরিবারের পাশে দাঁড়ানো। তাদের শোক ভাগ করে নেওয়া। বিশেষ করে শাকিব খানের মতো তারকা তাদের খোঁজ খবর নিলে পরিবারটি অনেক শক্তি পেত।

 

 

 

প্রসঙ্গত, মনির হোসেন নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন। চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছিলেন তিনি। তার সাহসী ও ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোই পর্দার সামনে অনেক নায়ক ও নায়িকাদের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের ভিত গড়ে দিয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন