জিবি নিউজ প্রতিনিধি//
বিশ্বনাথে মানসিক ভারসাম্যহীন মহিলার ভূমিষ্ঠ হওয়া সেই শিশু কন্যাটির অবশেষে ঠাঁই হলো ছোটমণি নিবাসে।
রবিবার (৪ মে) বিকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠান সিলেটের বাঘবাড়ির ছোটমণি নিবাসে ওই শিশু কন্যাকে হস্তান্তর করা হয়। এ সময় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় নিজের ব্যক্তিগত পক্ষ থেকে শিশুটিকে নতুন জামা ও বেডিং উপহার দেন।
শিশুটিকে ছোটমণি নিবাসে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার কামররুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, ‘শিশুটিকে দত্তক নিতে কেউই উপযুক্ত কাগজপত্র দিয়ে আবেদন করেন নি। তাই শিশুটিকে ছোটমণি নিবাসে প্রেরণ করা হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ মে) সকালে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নতুন বাজারস্থ প্রবাসী চত্বরের পাশে থাকা যাত্রী ছাউনিতে ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করেন এক মানসিক ভারসাম্যহীন নারী। উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ওই নারী ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাসেবা প্রদান করা হয়। জন্ম নেওয়া ফুটফুটে এই কন্যা সন্তানের বাবার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন