শ্রীমঙ্গলে চুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন ( ভিডিও )

gbn

জিবিনিউজ২৪ প্রতিবেদন করেছেন || শেখ মোহাম্মদ জসীমউদ্দীন শ্রীমঙ্গল ||
 শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত হন উপজেলার শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে শরীফ। মুমূর্ষু অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করলে শরীফ জানায় শহরের শান্তি বাগ এলাকার আলমগীর ওরফে বালতি আলমগীরের ছেলে সজীব তাকে ছুরিকাঘাত করে। পরে শ্রীমঙ্গল থানা থেকে ওসি তদন্ত হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স এসে শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।সজীব এবং শরীফের বয়স আনুমানিক ২২ বছর থেকে ২৩ বছর। 

https://www.youtube.com/watch?v=--GJi7UQEO0

তদন্ত ওসি জনাব হুমায়ুন কবিরের সাথে জিবিটিবি অনলাইন এবং জিবি নিউজ টুয়েন্টিফোর এর শ্রীমঙ্গল প্রতিনিধি শেখ জসিম উদ্দিন মুঠোফোনে যোগাযোগ করলে এসব তথ্য দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন