সংযুক্ত বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
পল্লিবিদ্যুৎতের খুটির তার ঝুলন্ত অবস্থায় থাকার কারণে বাবার জন্য খাবার নিতে গিয়ে ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি পূর্ব বাজার ইউসুফ নগরস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারের পাশে একটি কারেন্টের খুটি ছিল। এতে অল্প ঝড়ু হাওয়া দিলেই এই খুটির তার বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে আশপাশের বাসা বাড়িতে বিদুৎ থাকেনা। এ নিয়ে পল্লিবিদ্যুৎতের লোকজনকে অবগত করলে দীর্ঘ সময় পরে হলেও তারা লাইটি মেরামত করে দেন। কিন্তু বারবার এখানে বিদ্যুৎতের লাইন বিচ্চিন্ন হলেও এ নিয়ে কর্তৃপক্ষের তেমন কোন সু- নজর নাই! সূত্রে আরো জানাযায়, ৬নং কুর্শি ইউনিয়নের জুহুরপুর গ্রামের গোলাপ মিয়া তার পরিবারবর্গ নিয়ে মিঠাপুর গ্রামের লন্ডন প্রবাসী ফরিদ মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে জমিনে কাজে যান গোলাপ মিয়া। বাবার জন্য সকাল ১০ টার দিকে ভাত নিয়ে রওয়ানা দেয় ছেলে এমরান মিয়া (১৮)। ঢাকা- সিলেট মহা সড়ক পার হয়েই একটি কারেন্টের খুটি পাওয়া যায়। সে ঐ খুটির পাশে যাওয়া মাত্রই ঝুলন্ত একটি কারন্টের লাইন তার শরীলে লাগে, এতে সে দিশেহারা হয়ে পড়ে যায়। পরে তার মূখেও কারেন্ট লাগায় মূখটিও জ্বলসে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তার অবস্থার বেগতি দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থা আশংখাজনক। সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ এখনও আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আমরা এর ব্যবস্থা নেব। তবে, আমরা বিষয়টি দেখতেছি। এ ব্যাপারে আউশকান্দি পল্লিবিদ্যুৎতের ইনচার্জ সেলিম আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে বিষয়টি খুব দুঃখজনক। হয় তো রাতে এই লাইনটি মাটিতে পড়ে যায়। সকালে ছেলেটির অসাবধানতার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাইনটি মোরামত করি এবং তাকে দেখার জন্য তার বাড়ি যাই।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন