সিলেটে সড়কের নিচে জ্বলছে আ গু ন, সাড়া নেই জালালাবাদের

gbn

ফরিদ উদ্দীন ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি //

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ প্রধান সড়কের নিচের গ্যাস লাইন লিক হয়ে জলছে আগুন! মাসখানেক থেকে এ অবস্থা চললেও সাড়া মিলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের!

 

 

 

সড়কের মাঝ বরাবর এভাবে গ্যাস উদগীরণ হওয়ায় চলতি গাড়ি ও আশপাশের দোকানগুলো পড়েছে ঝুকির মধ্যে।

 

বুধবার দুপুর থেকে বৃষ্টির জমা পানি ভেদ করে গ্যাসের বুদবুদ বেশি করে  উঠলে আতংক ছড়িয়ে পড়ে।

 

 

দেখা যায়, ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার এলাকায় সড়কের একাধিক জায়গায় এভাবে গ্যাস বুদবুদ তুলছে। স্থানীয় জনতা আগুন দিয়ে পরিক্ষা চালালে আগুন জ্বলে উঠে।

 

 

ঘটনাস্থলেই বেশ কিছু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থাকায় বিষয়টি বিপদজনক হয়ে উঠেছে। সেই সাথে চলমান যানবাহনেও ঘটতে পারে বিপদ। ফেরীঘাট থেকে হাকালুকি জিরো পয়েন্টে যাওয়া নোহা চালক শাকিল মনসুর বলেন, বাইসাইকেল ছাড়া সব যানবাহনই হয় বৈদ্যুতিক না হয় জ্বালানির। এ সড়ক দিয়ে চললে যখন তখন বিপদ ঘটে যেতে পারে। দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
অথচ যোগাযোগের চেষ্টা করেও জালালাবাদ গ্যাসের কর্তৃপক্ষের সাড়া মিলেনি!

 

এ ব্যাপারে সিলেট জালালাবাদ গ্যাসের উপ-ব্যবস্থাপক মনসুর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা ফেঞ্চুগঞ্জ অফিস দেখার কথা! তিনি একটি মোবাইল নাম্বার দিলে সেটি বন্ধ পাওয়া যায়!

 

 

আবার তার সাথে যোগাযোগ করলে তিনি জালালাবাদ গ্যাসের জরুরি বিভাগের নাম্বার (01711401557) দিলে সেটায় একাধিক বার কল দিলেও কেউ রিসিভ করেন নি!

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন