আবারও ঝড় তুলতে আসছেন আল্লু-রাশমিকা

gbn

দক্ষিণ ভারতের সুপারস্টার পরিচালক অ্যাটলি। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির পর নতুন মিশন নিয়ে আসছেন তিনি। বিগ বাজেটের সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন আল্লু অর্জুন। চমক হয়ে এবার এলো রাশমিকা মান্দানার যুক্ত হওয়ার ঘোষণা।

মহাকাব্যিক সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এএ২২ এক্স এ৬’।

 

এই ছবির মূল চরিত্রে থাকছেন ‘পুষ্পা’খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন। পাশাপাশি থাকছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরেরা। তাদের সঙ্গেই যোগ দেবেন রাশমিকা। এ ছবি দিয়ে ‘পুষ্পা’ সিরিজের পর আবারও পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন রাশমিকা ও আল্লু।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাশমিকার চরিত্রটি হবে তার ক্যারিয়ারের অন্যতম সাহসী ও ভিন্নধর্মী। দর্শক চরিত্রটিতে পাবেন নতুনত্ব ও চ্যালেঞ্জ।

 

ইতোমধ্যেই অ্যাটলির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে তার লুক টেস্ট ও বডি স্ক্যান সম্পন্ন হয়েছে। এখন চলছে চরিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ।

সূত্রটি আরও জানায়, অ্যাটলি এমন একটি সিনেমা তৈরি করছেন যা দুইটি ভিন্ন মহাবিশ্বে ঘটবে এবং প্রযুক্তিগত দিক থেকে এটি হবে এক অনন্য কীর্তি। এক প্রকার ‘অবতার’ ঘরানার কল্পবিজ্ঞান-নির্ভর রূপকথা হতে যাচ্ছে এটি।

এরই মধ্যে ছবির চিত্রায়ন শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শেষ করতে চান পরিচালক। সান পিকচার্স প্রযোজিত এই চলচ্চিত্রটি ২০২৬ সালের শেষদিকে বা ২০২৭ সালের শুরুতে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন