গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন’ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টায়া সিভিল সার্জন অফিসে স¤েøলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ। এবছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৯৭৯জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন শিশুকে অর্থাৎ মোট ১লাখ ৮১হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪০ হাজার ৯৬৫ জন, কাশিয়ানী ৩৬ হাজার ৩৩২ জন, কোটালীপাড়া ৩৫ হাজার, মুকসুদপুর ৪৬ হাজার ৯৮৫ জন, টুঙ্গিপাড়া ১৪ হাজার ৯২৫ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৫৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়নো হবে। জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ১ হাজার ৬৯৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১হাজার ৭০৫টি কেন্দ্র এসব ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় সঞ্চলনা করেন মেডিকেল অফিসার ডা: গোধুলী বিশ্বাস (সৃজন)।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন