ছাতকে দু’পক্ষের সংঘর্ষ  অর্ধশতাধিক আহত

gbn

ছাতক থেকে সংবাদদাতা

ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত 

১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সেমাবার দুপুরে 

উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগঁাও গ্রামে এ ঘটনা ঘটে।  জানা যায়, শুক্রবার গ্রামের মসজিদে নামাজ আদায় করতে গিয়ে 

লাইনে দঁাড়ানো নিয়ে কথা কাটা-কাটি হয় সাউদেরগঁাও গ্রামের মৃত কলমদর খানের 

পুত্র দৌলত খান ও মৃত রশিদ মিয়ার পুত্র আজাদ মিয়ার মধ্যে। এ নিয়ে গ্রামের উভয় পক্ষের লোকজনের মধ্যে গত 

কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। সোমবার দুপুরে এ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত 

হয়ে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে 

পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়। 

গুরুতর আহত মরম আলী(৩৫), লিটন মিয়া(৩৬), সায়েদ মিয়া(৩২), দৌলত খান(৪০), ওলাছ খান(৫০), সুজন 

খান(৩০), আলী নূর(২০), রনিছা বেগম(৫৫), সুয়েব খান(৪০) ও গয়াছ খান(৫০)কে সিলেট ওসমানী 

মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহিব উদ্দিন(৩২), গৌছ আলী(৫০), সাদিক মিয়া(২২), মনির 

উদ্দিন(৪৫), জনেদ খান(৩৫), আখলুছ মিয়া(৩০), রাশেদ খান(১৬), উজ্জ্বল হোসেন(২২), আঙ্গুর খান(৩৫), 

এমরান হোসেন(২০), ফরিদ খান(৩৫)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া 

হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন