১৯৮২ সালে ইহুদিবিদ্বেষী হামলার নেতাকে গ্রেপ্তার ফিলিস্তিনি কর্তৃপক্ষের

gbn

১৯৮২ সালে প্যারিসে এক ইহুদি রেস্টুরেন্টে ইহুদিবিদ্বেষী হামলায় ছয়জন নিহতের ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে বলে শুক্রবার ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন।

এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে।

ফরাসি সন্ত্রাসবিরোধী প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তারা জানতে পেরেছে যে ৭০ বছর বয়সী হিশাম হার্বকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটররা এটিকে ‘একটি বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেছেন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, সন্দেহভাজনকে দখলকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এক্স-এ লিখেছেন, ‘আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের চমৎকার সহযোগিতাকে স্বাগত জানাই। তার দ্রুত প্রত্যর্পণের জন্য আমরা একসঙ্গে কাজ করছি। এটি ন্যায়বিচার ও সত্যের পথে আরেকটি অগ্রগতি।

দীর্ঘ অপেক্ষায় কষ্ট পাওয়া সব পরিবারের প্রতি আমার সহমর্মিতা।’

 

হার্বের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৮২ সালের জো গোল্ডেনবার্গ রেস্টুরেন্টে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। এটি ছিল প্যারিসের ঐতিহাসিকভাবে ইহুদি অধ্যুষিত অঞ্চল মারেই এলাকায়।

হার্ব গত ১০ বছর ধরে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার আওতায় ছিলেন এবং গত জুলাই মাসে হামলায় জড়িত ছয়জনকে প্যারিসের বিশেষ আদালতে পাঠানো হয়েছিল।

 

১৯৮২ সালের ৯ আগস্টের হামলায় ছয়জন নিহত ও ২২ জন আহত হয়েছিলেন। এ ঘটনার জন্য দায়ী করা হয়েছিল আবু নিদাল সংগঠনকে, যা ফিলিস্তিনি ফাতাহ দলের একটি ভিন্নমতাবলম্বী সশস্ত্র অংশ।

হামলাটি শুরু হয় দুপুরের দিকে, যখন রেস্টুরেন্টের ভেতরে একটি গ্রেনেড ছোড়া হয়। এরপর বন্দুকধারীরা ভেতরে ঢুকে পোল্যান্ডে তৈরি ‘ডব্লিওজেড-৬৩’ মেশিনগান দিয়ে গুলি চালায়। যেখানে সে সময় প্রায় ৫০ জন গ্রাহক ছিল।

পালিয়ে যাওয়ার সময় তারা পথচারীদের দিকেও গুলি করে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন