রাত পোহালেই দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

gbn

দিরাই  প্রতিনিধি //

বাজারের শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে” শ্লোগানকে সামনে রেখে আগামীকাল  শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জের অন্যতম প্রাচীন ব্যবসা কেন্দ্র দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পর ভোট হওয়ায় ব্যবসায়িদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দিরাই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ইতোমধ্যে নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রে থাকবে পুলিশ মোতায়েন।
 

মহাজন সমিতির আওতাধীন ঘর মালিক ও ব্যবসায়ী মিলে মোট ভোটার ৭৩১ জন। এরমধ্যে ঘর মালিক ভোটার ৯৯ জন ও ব্যবসায়ী ভোটার ৬৩২ জন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ নূরুল হক (আনারস), মোঃ আশরাফ আলী (ছাতা), মোঃ রাসেল চৌধুরী (মোটরসাইকেল), সহ-সভাপতি পদে হান্নান অর রশীদ (কলস), নজরুল ইসলাম (হারিকেন), মনোরঞ্জন চক্রবর্তী (টেলিভিশন), সাধারণ সম্পাদক পদে মোঃ ছদরুল আমিন বাদশা (চশমা), ফিরোজ মিয়া (ফুটবল), মোঃ আল-মাসুদ (ফ্যান), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জুলহাস আহমদ (মোরগ), লিটন তালুকদার লিটু (মোবাইল), রঞ্জিত বৈষ্ণব (বাঘ), কোষাধ্যক্ষ পদে মোঃ জিয়াউর রহমান জিয়া (হাঁস), জুয়েল চন্দ্র সরকার (বালতি), ডা. লিটন রায় (টিউবওয়েল)।

সমিতির সূত্রে জানা গেছে, ১-৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ৬-৭ সেপ্টেম্বর দাখিল, ৮ সেপ্টেম্বর বাছাই, ৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং আজ ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছিল ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি।
ভোটারদের মতে, এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব অল্প ব্যবধানেই বিজয়ী হবেন প্রার্থীরা বলে মনে করছেন সচেতন মহল।

আহ্বায়ক কমিটির সদস্য মুখতার হোসেন চৌধুরী স্বীকার করেন, প্রচারপত্রে প্রার্থীদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ট্রেড লাইসেন্স উল্লেখ করা হয়নি। তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে আমরা পরবর্তী নির্বাচনে এ বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেব।”

আরেক সদস্য সিজিল মিয়া জানান, “ভোটারদের নির্বিঘ্ন ভোটদানের জন্য ৩টি বুথ রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুরো ভোট প্রক্রিয়ায় পুলিশ মোতায়েন থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন