হাকিকুল ইসলাম খোকন,
নিউইয়র্ক সিটি জবে অনেকেই যোগ দিতে চান। কিন্তু যথাযথ প্রক্রিয়া না জানার কারণে ও পরীক্ষার সময়সূচি সময়মতো না জানায় আগ্রহীরা সিটি জবে যোগ দিতে পারেন না। প্রতি মাসেই নিউইয়র্ক সিটির একাধিক পদে লোকবল নিয়োগ করা হয় ও পরীক্ষা নেওয়া হয়। যারা এতে অংশ নিতে চান, তারা আবেদন করতে পারেন এনওয়াইসি ডিকাস-এর সাইটে গিয়ে। এ ছাড়া বিভিন্ন সময়ে সিটির পক্ষ থেকে বিভিন্ন জব ইভেন্টের আয়োজন করা হয়। সেখানে গিয়েও এ-সম্পর্কিত তথ্য জানা যায়। চলতি সেপ্টেম্বর মাসেও রয়েছে একাধিক ইভেন্ট। এসব ইভেন্টে যোগ দিতে চাইলে ডিকাসের সাইটে গিয়ে বিস্তারিত দেখা যাবে।
সিটিওয়াইড রিক্রুটমেন্ট অফিস সম্পর্কে জানার পাশাপাশি ডিকাস সম্পর্কেও জানতে হবে। নিউইয়র্ক সিটিতে হাজারো রকমের জব রয়েছে। এ ছাড়া ৮০টিরও বেশি সিটি এজেন্সি রয়েছে। ডিকাস সিটি সরকারের জন্য নিয়োগের প্রক্রিয়া প্রকাশ করে থাকে। সিটিওয়াইড রিক্রুটমেন্ট অফিস সিটির সরকারি চাকরি এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে তথ্য ভাগ করে নেওয়ার জন্য পাঁচটি বরোজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সম্প্রদায়ভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব করে থাকে। এনওয়াইসি জবস নিউজলেটার ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় সংবাদ এবং তথ্য সরবরাহ করে।
নিউইয়র্ক সিটি বিভিন্ন পদে অসংখ্য নিয়োগ দিচ্ছে। শহরজুড়ে নিয়োগের পদগুলো দেখতে এবং আবেদন করতে আগ্রহীরা ক্যারিয়ার পৃষ্ঠা atnyc.gov/jobs দেখতে পারেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন