শ্রীমঙ্গলে বিদ্যুতায়িত হয়ে মা*রা গেল বানর

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে এক লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 
 

জানা যায়, গত কয়েক দিন ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিচ্ছিন্ন হয়ে বানরটি আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। দুপুরের দিকে বানরটি হঠাৎ করে একটি বিদ্যুতের তারে উঠে আটকা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে যায়। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও তাঁর টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পল্লি বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর বানরটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বানরটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

স্থানীয় বাসিন্দারা জানান, বনাঞ্চলের বন্যপ্রাণীরা খাবারের খোঁজে প্রায়ই গ্রামে চলে আসে। তবে এলাকা ও বিদ্যুৎ ব্যবস্থার ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে প্রায়ই বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘দুপুরে স্থানীয় লোকজন খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বানরটি বৈদ্যুতিক তারে ঝুলছে। পরে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বানরটিকে উদ্ধার করা হয়। মৃতদেহ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং বন বিভাগ মরদেহটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করে।’দাবি, বনাঞ্চলের বন্যপ্রাণীরা প্রায়ই খাবারের সন্ধানে গ্রামে চলে আসে। তবে অসতর্ক বিদ্যুতের তার ও পরিবেশগত ঝুঁকির কারণে তাদের মৃত্যুর ঘটনা বেড়ে যাচ্ছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন