মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাকে ঠেলে দিল বিএসএফ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করে। 

 
 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের টহলদল তাদের সীমান্তের ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু। 

 

বিজিবি সূত্রে জানা গেছে, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গায় আটক হওয়ার পর, তাদের বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দেয়।

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘ভারত থেকে ১২ রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা হলে বিজিবির টহলদল দ্রুত তাদের উদ্ধার করে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন