সাদাপাথর লুটকাণ্ডে মামুনকে ধরলো পুলিশ

gbn

সিলেটের কোম্পানীগঞ্জে বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

 
 

বৃহস্পতিবার গভীর রাতে ধলাই ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তমপুর ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং জগম্বর আলীর ছেলে মোঃ মামুন আহমেদ (২২)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মামুন আহমেদ ভোলাগঞ্জ এলাকায় পাথর বহনকারী বারকি নৌকার লাইনম্যান হিসেবে প্রশাসনের হয়ে কাজ করতেন। বৃহস্পতিবার গভীর রাতে  গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জের ধলাই ব্রিজের পাশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ‘ভোলাগঞ্জে সাদাপাথর লুটের অন্যতম শীর্ষ লুটেরাদের মধ্যে মামুন আহমেদ একজন। তার বিরুদ্ধে পাথর লুটপাটের মামলা রয়েছে এবং সে ওই মামলার ১ম সারির আসামি। মামুনসহ এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

 

উল্লেখ্য, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর ৫ ধারা এবং দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম প্রধান আসামি সাহাব উদ্দিনসহ ইতোমধ্যে ১৪ জন কারাগারে রয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন