জিবি নিউজ।।
নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের অন্তর্গত খুদকরিমপুর গ্রামে খুদকরিমপুর যুব সংঘ এর উদ্যোগে সেভেন সাইড ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে। এতে হট ফেভারিট হিসেবে দীঘলবাক শেখ এফসির বিপক্ষে ৩-২ গোলে পরাজিত হয় হরিনগর বিবিয়ানা এফসি। নির্ধারিত সময়ের মধ্যেই ৩-২ গোলে বিজয়ী হয়ে মাঠ ছাড়ে দীঘলবাক শেখ এফসি। শেখ এফসির হয়ে জোড়া গোল করেন তরুণ উদীয়মান ফুটবলার জুলকার। উক্ত ফাইনাল খেলা দেখতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু সাঈদ এওলা- বর্তমান চেয়ারম্যান ৪নং দীঘলবাক ইউপি, আব্দুল গফফার শাহীন, চেয়ারম্যান পদপ্রার্থী ৪নং দীঘলবাক ইউপি। উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, হাজী ছানু মিয়া, আপ্তাব আলী, ছাদিক মিয়া, আঙ্গুর মিয়া, লেচু মিয়া, আশিক মিয়া, শাহীন মিয়া, মাখন মিয়া, মজনু মিয়া, লিলু মিয়া সহ আরও অনেকে।
উক্ত খেলায় বিজয়ীদের মধ্যে ১ম পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হয় ১টি ফ্রিজ, ২য় পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হয় ১টি বাইসাইকেল, সর্বোচ্চ গোলদাতার জন্য ১টি ক্রেস্ট। এছাড়াও আরও আকর্ষণীয় পুরষ্কার সমূহ বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন