বাংলাদেশ চলচিত্র উৎসব-২০১৭ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে চলচিত্র ‘তিতাস একটি নদীর নাম’ প্রদর্শণ

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ||
বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে সাংবাদিক অদ্বৈত মল্লবর্মনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। রোববার সকালে কলেজের এনএম খাঁন অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ চলচ্চিত্রের প্রদর্শণী উদ্বোধন করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল প্রমুখ।