নির্বাচন কর্মকর্তাকে ফল পাল্টাতে ট্রাম্পের চাপ-ফোনালাপ ফাঁস

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃমার্কিন নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার পর রাজ্যটির সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পারজারকে ট্রাম্প হুমকি দিয়েছিলেন ফোনে। সম্প্রতি এরকম একটি অডিও প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট, এমনটাই জানিয়েছে বিবিসি।    ট্রাম্প সে সময় তাকে বলেছিলেন, ১১ হাজার ৭৮০ ভোট কোথায় গেল, তা খুঁজে বের করতে। রাফেনস্পারজার তার উত্তরে বলেন জর্জিয়ার নির্বাচনের ফলাফল সঠিক হয়েছে। তাকে ভোট পুন:গণনা করতে নানাভাবে প্রেসার দেন ট্রাম্প। ব্র্যাড রাফেনস্পারজারকে অনবরত আক্রমণ করে কথাও বলেন ট্রাম্প। তাকে ‘জনগণের শত্রু’ও বলতে শোনা গেছে। এরপর ব্র্যাড হত্যার হুমকি পাওয়ার কথা জানান |চার মিনিট ২০ সেকেন্ডের যে অডিও রেকর্ডিং সামনে এসেছে, তাতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘জর্জিয়ার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ।    জো বাইডেন জর্জিয়াসহ সুইং স্টেটগুলোতে জয় পেয়ে মোট ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।     ৩ নভেম্বর নির্বাচনী ফলাফল প্রকাশ হবার পর থেকেই ট্রাম্প কোন প্রমাণাদি ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। আগামী ২০ জানুয়ারি হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার পালাবদল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন