মো.আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার।।
মৌলভীবাজারে করোনা সংক্রমণ রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেশ কিছুদিন যাবত লক্ষণীয়। এমন পরিস্থিতিতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) দুপুরের দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এর নেতৃত্বে চালানো অভিযানে এ সময় গণপরিবহনে নিরাপদ দূরত্বে না বসা, মাস্ক পরিধান না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার অপরাধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তিনটি মামলায় দেড়হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন