১১ দিনে ২ কোটির রেকর্ড, দর্শক বলছেন ‘মনোমুগ্ধকর’

gbn

স্বল্প সময়েই ইউটিউবে রেকর্ড গড়ে চমক দেখাল নাটক ‘কোটিপতি’। এস আর মজুমদার (নাহিদ) পরিচালিত এই নাটকটি মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ১ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলে। সেখানেই থেমে থাকেনি—মাত্র ১১ দিনেই ২ কোটি ভিউয়ের রেকর্ড গড়ে দর্শকমহলে সাড়া ফেলেছে এটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৩ হাজারেরও বেশি বার।

উল্লেখযোগ্য বিষয় হলো, এখনো পর্যন্ত নাটকটিতে কোনো ডিসলাইক নেই। বিপরীতে লাইক পড়েছে ২ লাখ ৯৪ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার।

 

দর্শক প্রতিক্রিয়ায়ও প্রশংসার জোয়ার দেখা যাচ্ছে। একজন লিখেছেন, “নাটকটা দেখে যা বুঝলাম, প্রত্যেক কোটিপতির মানুষের মধ্যে এমন মনুষত্ব থাকা দরকার।

” আরেক দর্শকের মন্তব্য, “নাটকটা দেখে অনেক ভালো লাগল। খুব সুন্দর, মনোমুগ্ধকর একটি পারিবারিক গল্প।”

 

May be an image of one or more people, people smiling and text

এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক এস আর মজুমদার কালের কণ্ঠকে বলেন, “পারিবারিক এই গল্পটি দর্শক পছন্দ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা নির্মাতারা দিনশেষে দর্শকের জন্যই কাজ করি।

তাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আর রেকর্ড তো গড়া হয় ভাঙার জন্য। আজ আমারটা হয়েছে, কাল অন্য কারও হবে। আমি চাই অন্য কেউ এই রেকর্ড ভেঙে দিক। আর যদি নিজেই ভাঙতে পারি, তাহলে তো কথাই নেই।

তবে চেষ্টা থাকবে। আমার টিম থেকে শুরু করে সর্বোপরি দর্শকের কাছে কৃতজ্ঞ।”

 

‘কোটিপতি’ নাটকটি আবর্তিত হয়েছে কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবনযাপন করা এক অসামান্য পরিবারের গল্পকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান এবং তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কেয়া পায়েল।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন