মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি: জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার যৌথভাবে যে ভ্যাকসিনটি তৈরি করেছে সেটির নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে কাজ করার সম্ভাবনা অত্যন্ত বেশি। তবে এমনটি না হলে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের ভ্যাকসিন ছয় সপ্তাহের মধ্যে তৈরি করা সম্ভব। আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার জার্মানির স্থানীয় এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর শাহীন । সাক্ষাতকারে উগুর শাহীন বলেন, বৈজ্ঞানিকভাবে বলা যায় যে এই ভ্যাকসিনের দ্বারা যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটি নতুন করোনা ভাইরাসকেও রুখতে পারবে। তবে যদি প্রয়োজন হয়এই নতুন ভাইরাস রুখতে আমরা প্রযুক্তির সাহায্যে আমরা ছয় সপ্তাহের মধ্যে ভ্যাকসিন তৈরি করতে পারবো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন