সাদাপাথরের পর শাহ আরেফিনও সাবাড়, ক্ষুব্ধ ডিসি

gbn

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর লুটের পর সাবাড় হয়ে গেছে শাহ আরেফিন টিলাও। সোমবার সরেজমিন পরিদর্শন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সরওয়ার আলম।

জেলা প্রশাসক বলেন, যারা শাহ আরেফিন টিলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় ক্ষমতাধর লোকই হোক। দ্রুত তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

দুপুরে আকস্মিকভাবে শাহ আরেফিন টিলা পরিদর্শনে যান জেলা প্রশাসক সরওয়ার আলম। এ সময় সঙ্গে ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ওসিসহ বিজিবি সদস্যরা। টিলায় পৌঁছেই ভয়াবহ চিত্র দেখেন তিনি।

জেলা প্রশাসক যাচ্ছেন এ খবরে আগেই পালিয়ে যায় পাথরখেকোরা। এ সময় তাদের ফেলে যাওয়া বেশ কয়েকটি মেশিন পুড়িয়ে দেওয়া হয়।

পুরো এলাকা ঘুরে দেখে জেলা প্রশাসক জানান, এখান থেকে আর একটি পাথরও তুলতে দেওয়া হবে না। এ ধ্বংসযজ্ঞের পেছনে যারা আছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এর দায় বহন করতে হবে।

এ সময় তিনি বলেন, এই শাহ আরেফিন টিলার কোনো পাথর কেনাবেচা বা কোনো স্টোন ক্রাশারে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ইতোমধ্যে তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারাই এ অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন