দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড

gbn

সিলেট টেস্টের প্রথম দিনে ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে মাত্র ২.২ ওভার টিকতে পেরেছে সফরকারী দল। তবে রান যোগ করেছে ১৬টি। তাতেই প্রথম ইনিংসে ২৮৬ রানে শেষ হয়েছে আইরিশদের ইনিংস।

আগের দিনে ক্যাচ মিসের হতাশা থাকলেও দিনটা বাংলাদেশের বলা চলে। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক ৬০ এবং অভিষিক্ত ক্যাড কারমাইকেলের ধীরস্থির ৫৯ রানের ইনিংসে ৯০ ওভারে আট উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করে অতিথিরা। বাংলাদেশের স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নেন তিন উইকেট। অভিষিক্ত হাসান মুরাদ দুটি। তাইজুল ইসলামও নেন এক উইকেট-দিনের শেষ বলে জর্ডান নেইলকে এলবিডব্লু করে। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদও একটি করে উইকেট নেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে ব্যাটিংয়ের অপেক্ষা দীর্ঘায়িত করেনি বাংলাদেশ। প্রথম ওভারের শেষদিকে ম্যাথিউ হ্যাম্পিয়ারসকে ফেরানোর পর ব্যারি ম্যাকার্থিও ফেরেন দ্রুত। ফেরার আগে ম্যাকার্থি আনেন ৩১ রান। সকালে টাইগার কাজ সহজ করে দেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

২৮৬ রান সামনে রেখে লাক্কাতুরার মাঠে লড়ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২ রান তুলেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন