বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে এবার ভারতের আগ্রায় অনুষ্ঠিতব্য ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঊনাদিত্য – Less Than Sun God’।
জানা গেছে, আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৫ তারিখে উৎসবটি অনুষ্ঠিত হবে আগ্রার জে.পি. অডিটোরিয়াম, খান্দারি ক্যাম্পাসে।
‘ঊনাদিত্য’ বাংলাদেশের চলচ্চিত্র সংরক্ষণ ও ডিজিটাল পুনর্নির্মাণের অংশ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করে রিমাস্টার করা প্রথম ফিচার ফিল্ম, যা বাংলাদেশের চলচ্চিত্র প্রযুক্তির এক নতুন অধ্যায় সূচনা করেছে।
হাবিব জাকারিয়ার কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন রাজীবুল হোসেন।
এতে অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদি মাইনুল, জয় রাজ, রাকীবুল হোসেন, ও স্থানীয় ওঁরাও জনগোষ্ঠীর একদল শিল্পী।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, যা বাংলাদেশের একটি সৃজনশীল শিক্ষা, গবেষণা ও চলচ্চিত্র উন্নয়ন প্রতিষ্ঠান।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন