লন্ডন, ১৪ নভেম্বর ২০২৫||
বিজ্ঞান নিয়ে তরুণ ও যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 'সায়েন্স ফেয়ার' বা বিজ্ঞান মেলা। ৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এলএমসি'র তিনটি হলজুড়ে অনুষ্ঠিত এই মেলায় আড়াই হাজারেরও বেশি তরুণ-যুবক অংশগ্রহণ করেন ।

মেলার মূল উদ্দেশ্য ছিলো, তরুণ সমাজকে এ কথা বোঝানো যে, ধর্ম ও বিজ্ঞান আলাদা কিছু নয়, বরং একটি অপরটির পরিপুরক। সাইয়েন্স মেলার আয়োজন সম্পর্কে ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, এই মেলা মহান সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাসকে আরো সুদৃঢ় করে । আমরা চাই আমাদের তরুণরা যেন গর্বিত মুসলমান হিসেবে আত্মবিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও অবদান রাখে । তবে তা যেন হয় ইসলামিক শিক্ষার আলোকে, নৈতিকতা ও বিনয়ের সাথে। মেলার কো-অর্ডিনেটর, ইস্ট লন্ডন মসজিদের ইয়ুথ এনগেইজমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান বলেন- দিনব্যাপী পরিবারবান্ধব এই আয়োজনে ছিলো ইন্টারঅ্যাকটিভ স্টল, লাইভ এক্সপেরিমেন্ট, এবং স্টিম তথা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ক কার্যক্রম । এসব পরিচালনা করেন শিক্ষার্থী, শিক্ষক এবং মুসলিম পেশাজীবীরা। এটি শুধু একটি শিক্ষামূলক মেলা ছিলোনা—বরং ছিলো কৌতুহল, হাতে-কলমে শেখার সুযোগ এবং কমিউনিটির মানুষের শিক্ষার এক সুন্দর উৎসব। মেলার শেষ দিকে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনাসভা । 'তাওহিদ ইন ন্যাচার'-শীর্ষক এই বিশেষ আলোচনার মুল বক্তা ক্যামব্রিজ ইউনির্ভাসিটির বিজ্ঞানী ও মেডিকেল গবেষক ড. ওসাইদ আথার 'কীভাবে আল্লাহর একত্ব প্রকৃতির সর্বত্র বিরাজমান- তা ধর্ম ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপন করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন