‘নৈতিক কারণে’ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

gbn

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

বৈঠকে উপস্থিত এক মন্ত্রী জানিয়েছে, জেন জি বিক্ষোভে সোমবার কাঠমাণ্ডুতে ১৭ জন এবং ইতাহারিতে ২ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হওয়ার পর নৈতিকতার কারণে লেখক পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নৈতিকতার ভিত্তিতে লেখকের পদত্যাগ দাবি করেন।

কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব থাকলেও, লেখক বৈঠকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে পরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন।

 

২০২৪ সালের ১৫ জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

শাসনব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবি জানিয়ে যুবসমাজের নেতৃত্বে শুরু হওয়া জেন জি আন্দোলন, ইতিমধ্যে প্রধান প্রধান শহরে ছড়িয়ে পড়েছে। কাঠমাণ্ডু ও অন্যান্য নগর এলাকায় সোমবার বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে পুলিশ গুলি চালায়।

এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারকে প্রবল রাজনৈতিক চাপে ফেলে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন