সাকিবের ৫০০ উইকেট, সঙ্গে আরেক ইতিহাস

gbn

আছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে। তবে সাকিব আল হাসানের রেকর্ড গড়ার গতি থেমে নেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অনন্য এক মাইফলকে নাম লিখিয়েছেন দেশসেরা অলরাউন্ডার, গড়েছেন নতুন ইতিহাস।

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলা সাকিব রোববার রাতে অ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বল করে নিজেই ক্যাচ নিয়ে পেয়ে গেছেন ৫০০তম উইকেট।

 

টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। এরইসঙ্গে গড়েছেন আরেক কীর্তি।

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েছেন সাকিব। এই ফরম্যাটে সাকিবের রান ৭ হাজার ৫৪৯।

 

স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া কমপক্ষে ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে কেবল একজনের। তিনি ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডারের নামের পাশে ৬৯৭০ রান ও ৬৩১ উইকেট।

সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইফলক ছুঁয়েছেন চারজন। তারা হলেন-আফগানিস্তানের রশিদ খান (৬৬০), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬৩১) ও সুনিল নারিন (৫৯০) এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৫৪)।

এদিন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন সাকিব। তার দল অ্যান্টিগা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে সাকিব নেন ৩টি উইকেট। এরপর রান তাড়ায় ১৮ বলে ১ চার আর ২ ছক্কায় খেলেছেন ২৫ রানের ইনিংস।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন