জুড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি ||
জেলার জুড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তাহের আলী (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন।
মঙ্গলবার (১লা জানুয়ারি) দুপুরে জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহের আলী একই ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুরো জমি নিয়ে এলাকার তাহের আলী ও চান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে বিবদমান দৃই গ্রæপ একই জমিতে বুরো ধানের চারা রোপন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারলো দেশীয় অস্ত্রের আঘাতে ঘটানাস্থলে তাহের আলীসহ উভয়পক্ষের ছয়/সাত জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাহের আলীকে মৃত ঘোষণা করেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকা থেকে তিন জনকে আটক করেছে জুড়ি থানা পুলিশ।