যুক্তরাজ্যে পুলিশ অফিসার হলেন বিশ্বনাথের ছেলে রাফি

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

যুক্তরাজ্যে পুলিশ বিভাগে অফিসার হিসেবে যোগদান করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান শাহ লোকমান হোসেন রাফি।


সে বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের জানাইয়া (পূর্ব কাউপুর) গ্রামের মাস্টার শাহ মস্তাব আলীর জেষ্ঠ্য পুত্র। পরিবারের সাথে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাস করা রাফির এ অর্জনকে তার নিজ গ্রামবাসী, আতœীয়-স্বজন ও বাঙালী কমিউনিটি এক গৌরবময় সাফল্য হিসেবে দেখছেন। এটি শুধু এলাকার নয়, পুরো বিশ্বনাথ, সিলেট তথা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়।
 

 

 

শাহ লোকমান হোসেন রাফি গত ৮ জুলাই কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এর মাত্র ২ সপ্তাহ পরই যুক্তরাজ্যের পুলিশের অফিসার পদে চাকরির অফার লেটার পান রাফি। আর আগামী ২৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে রাফি ম্যানচেস্টার মেট্টোপলিটন পুলিশে যোগদান করতে যাচ্ছেন।
 

পরিবার ও শুভানুধ্যায়ীরা শাহ লোকমান হোসেন রাফির জন্য সুস্থতা, সফলতা ও দীর্ঘ কর্মজীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তার পিতা লেখক ও কবি মাস্টার শাহ মস্তাব আলী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন