হবিগঞ্জের নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ জয়িতাকে সম্মাননা স্মারক সহ সার্টিফিকেট বিতরন

gbn

বুলবুল আহমদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ জয়িতা অনুষ্ঠান অনুষ্ঠিত।  গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন এর  সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পজিপ কর্মকর্তা শাকিল আহমদ। সভায় ৫টি ক্যাটাগরিতে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে হুসেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রেখেছেন মিলি ধর, সফল জননী নারী নাছিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে উঠে দাড়িয়েছেন মোছাঃ ফাতেহা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন শেফালী রাণী দাস। পরে তাদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে মহিলা বিষয়ক কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক জয়িতাকে একটি করে চাদর উপহার হিসেবে তুলে দেন। সভায় বক্তাগন বলেন, নারীর উন্নয়নে নারীরাই প্রধান অন্তরায়। বর্তমানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। নারীরা তাদের অধিকার সচেতন বিষয়ে নিজে থেকেই উদ্যোগী হতে হবে। নারী পুরুষ বৈসম্ম্যোর দুরী করনের সকলের ঐক্যবদ্ধ প্রয়াষ চালাতে হবে। নারী জাগরনের অগ্রদ্রুত বেগম রোকেয়ার বিকল্প নেই।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন