হবিগঞ্জ কৃষি জলবায়ু ও জীববৈচিত্র বিষয়ক সেমিনার

gbn

হবিগঞ্জ প্রতিনিধি //

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আয়োজনে শনিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। 

 

 

 

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। উদ্বোধনী পর্বে হর্টিকালচার বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ। 

 

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ড. মাছুমা হাবিব বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার সফলভাবে আয়োজন করায় আমি আন্তরিক অভিনন্দন জানাই। 

 

 

আমাদের দেশের কৃষি, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র টিকিয়ে রাখতে হলে বৈজ্ঞানিক গবেষণা, যথাযথ নীতিমালা ও স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
তিনি বলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইউজিসি গবেষণা, উদ্ভাবন ও ফলভিত্তিক শিক্ষার বিকাশে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ’। 

 

 

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ব্যবস্থার প্রথম বৈজ্ঞানিক সেমিনার আয়োজন একটি মাইলফলক, যা আমাদের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র গবেষণায় টেকসই উন্নয়ন এবং জ্ঞান বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

 

অনুষ্ঠানে ‘খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন প্রশমন ও জেলায় জীববৈচিত্র সংরক্ষণ: একটি দশ বছরের রোডম্যাপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবেদ চৌধুরী। সেমিনারে দু’টি বৈজ্ঞানিক অধিবেশন ও একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন