মিয়ানমারকে হারানোর পর যা বললেন বাঁ-পায়ের জাদুকর ঋতুপর্ণা

gbn

প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা চাকমা। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব এই পাহাড়ি কন্যার বন্দনায়। হবে না কেন? মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল যে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে, তার সেরা কারিগর তো এই পাহাড়ি যুবতি।

ফিফা র‌্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই ঘরের মাঠে তছনছ করে দিয়েছেন ঋতুপর্ণা। তাকে ঠেকাতে মিয়ানমারের জাপানি কোচ বাড়তি নজর রেখেও আটকাতে পারেননি। বারবার তিনি বাম দিক দিয়ে মিয়ানমারের রক্ষণ ভেঙেচুরে ঢুকেছেন। ম্যাচে বাংলাদেশের করা দুই গোলই এসেছে তার পা থেকে।

 

বাঁ-পায়ের যাদুকর ঋতুপর্ণা। এ ম্যাচেও দেখিয়েছেন তার বিশ্বস্ত ওই পায়ের যাদু। নিজের নেওয়া ফ্রি-কিক মিয়ানমারের রক্ষণ দেওয়ালে লেগ ফিরলে বল পেয়ে যান ঋতু। এরপর তিনি বাঁ-পায়ে যে নিঁখুত শট নিলেন সেটা ঠেকানোর কেনো উপায়ই ছিল না মিয়ানমারের গোলরক্ষকের।

দ্বিতীয় গোলতো আরও চোখ ধাঁধানো। মিয়ানমারের সেন্ট্রাল ডিফেন্ডার পাস দিয়েছিলেন তাদের রাইট ব্যাককে। সেই বল প্রেস করে ছোঁ মেরে নিয়ে যান ঋতুপর্ণা। তারপর বাম দিক দিয়ে ঢুকে বক্সের কোনা থেকে যে শট নন তা মিয়ানমারের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আছড়ে পড়ে জালে। কি অসাধারণ গোল!

 

Rituporna

দ্বিতীয় গোলটি দিয়ে ঋতুপর্ণা মনে করিয়ে দিয়েছেন গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে জয়সসূচক গোলটির কথা। সেই ফাইনাল যখন ১-১ গোলে এগিয়ে চলছিল তখন ৮১ মিনিটে ঠিক এভাবেই বাম দিক দিয়ে জয়সূচক গোল করে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের দর্শকদের চুপ কারিয়ে দিয়েছিলেন দেশের নারী ফুটবলের ইতিহাসের সেরা এই লেফট উইঙ্গার। বুধবার চুপ করিয়ে দিয়েছেন ইয়াংগুনের দর্শকদের।

ঋতুপর্ণাদের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন প্রশংসায় ভাসালেন তাকে। বললেন, ‘তার দুই গোলই ছিল অসাধারণ। প্রথম গোলটিতে তিনি এমন ভবে শট নিয়েছেন গোলরক্ষকের কিছুই করার ছিল না। আর দ্বিতীয় গোলের বলটি যেভাবে প্রেস করে ছিনিয়ে নিয়েছেন তার ছিল দুর্দান্ত। তারপর একক কৃতিত্বে গোলটি করেছেন।’

 

 

 

তো জোড়া গোল করে বাংলাদেশকে জেতানো ঋতুপর্ণা চাকমা কি বলেছেন ম্যাচের পর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঋতুপর্ণা চাকমা বলেছেন, ‘প্রথমেই বলবো, আমরা দেশ থেকে লক্ষ্য নিয়ে এসেছি ম্যাচ বাই ম্যাচ জেতার। আমরা সবাই যার যার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। সেটাই পেরেছি। সমর্থকদের বলব, আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আগামীতেও যেন আরও সমর্থন দিয়ে যায় সে প্রত্যাশাই করছি।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন