বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী ও অপরজন মাইক্রোবাস চালক।
বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার বাসিন্দা আনোয়ারা বেগম ও সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মাইক্রোবাস শ্রমিকের উপ-কমিটির সদস্য নাঈম আহমদ জয় (২৭)।
বিভিন্ন সূত্রে জানা যায়, নিহত আনোয়ারা বেগমের পরিবার সহ সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওনা হন। মাইক্রোবাসটি নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁচ্ছা মাত্রই বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম ঘটনাস্থলে নিহত হন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। বাকি আহত ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, দুপুর ১টার সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি (নুহার) মাইক্রোবাস অপর দিকে সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি রয়েল সুপার বাস পিছন দিকে ধাক্কা দিলে যাত্রী সাধারণ, চালক বা হেলপারের কোন ক্ষতি না হলেও গাড়ি দুটির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
হঠাৎ এসব দুর্ঘটনায় নবীগঞ্জসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন