প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস হলিউড ও বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতিদের একজন। তাদের প্রেমভরা ছবি বা মজার ভিডিও ভক্তদের কাছে ভীষণ প্রিয়। বিশেষ করে ভারতে নিক জোনাসকে বহুদিন ধরেই ভক্তরা মজা করে ‘জিজু’ বা দুলাভাই বলে ডাকেন।
এই ডাকনাম নিয়ে কি বিরক্ত হন নিক? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তর দিলেন প্রিয়াঙ্কা নিজেই।
বর্তমানে ‘হেডস অব স্টেট’ নামের নতুন চলচ্চিত্রের প্রচারণায় ব্যস্ত প্রিয়াঙ্কা। লন্ডনে অনুষ্ঠিত এক প্রিমিয়ারে বলিউড হাঙ্গামার সাংবাদিক রোহিত খিলনান তাকে প্রশ্ন করেন, ভারতীয়রা এখনো নিককে ‘জিজু’ বলে ডাকে। এটা তিনি কি বদলাতে চান?
প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বিন্দুমাত্র চিন্তা না করেই বলেন, ‘না, আমি ‘জিজু’ ডাকটাকে খুব মিষ্টি বলে মনে করি এবং নিকও এটি ভালোবাসে। আমি তো আরও উষ্ণ অনুভব করি এতে।’
প্রিয়াঙ্কা আরও বলেন, এই ডাকে তারা দুজনেই আনন্দ পান। তাদের সম্পর্কের প্রতি ভারতের মানুষের ভালোবাসাও এতে প্রকাশ পায়।
এছাড়াও সাক্ষাৎকারে আরও এক মজার প্রশ্ন করা হয়, ‘প্রিয়াঙ্কা ও নিক যদি গুপ্তচর হতেন, তাহলে কে আগে ধরা পড়তেন? হেসে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি-ই আগে ধরা পড়তাম। সবাই ভাববে যেহেতু আমি অনেকবার পর্দায় গুপ্তচরের চরিত্র করেছি তাই নিক আগে ধরা পড়বে। কিন্তু বাস্তবে তার মুখের অভিব্যক্তি একদম বদলায় না। যা একজন আদর্শ গুপ্তচরের দরকার।’
‘হেডস অব স্টেট’ সিনেমাটি ২ জুলাই থেকে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। এর আগে ৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু নির্বাচিত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। এই সিনেমায় রয়েছে রোমাঞ্চ, হাস্যরস, অ্যাকশন ও রুদ্ধশ্বাস গল্পের সংমিশ্রণ।
সিনেমাটি ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও দেখা যাবে। ফলে এটি একেবারেই আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন