আবু সাইদ হ ত্যা কা ন্ডে দোষীদের গ্রে ফ তা রে র দাবিতে মানববন্ধন

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

গাদিয়ালা গ্রামে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত আবু সাইদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

 

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাজারের ব্যবসায়ী মো. আব্দুল তাহিদ।

সমাবেশে বক্তব্য রাখেন—মাওলানা লুৎফুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, মো. মাহমুদ চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল ওয়াদুদ খান, মাওলানা নোমান আহমদ, সৈয়দ তাহির আলী, মো. ওয়াছিদ হাসান, মো. আনোয়ার হোসেন, মো. মুজিব মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ২২ জুন দিরাই উপজেলার হাতিয়া গ্রামে সন্ত্রাসী ধরতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীরা গাদিয়ালা গ্রামে পালিয়ে গেলে সেখানে সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলির আঘাতে নিহত হন গাদিয়ালা গ্রামের নিরপরাধ যুবক আবু সাইদ।

 

বক্তারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, শান্তিপূর্ণ একটি গ্রামে এভাবে একজন নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া আমাদের সমাজের জন্য লজ্জাজনক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, সরকার যেন দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, নিহতের ভাই কিবরিয়া এঘটনায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।তিনি জানান মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন