হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২৯ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী রায়েছ গ্রেফতার

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের চিহ্নিত এক মাদক সম্রাটকে ২৯ কেজি গাঁজা ও নগদ টাকা সহ গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী৷ বানিয়াচং সেনবাহিনীর ক্যাম্পের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (২ জুলাই) বুধবার সকাল অনুমান ৬টায় সেনাবাহিনীর লেঃ রাফি সিদ্দিকী এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়েছ মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজা ও নগদ ১লক্ষ ৬হাজার ১শ টাকা সহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের মাদক ব্যবসায়ী মৃত মো: আরজু মিয়ার পুত্র মোঃ রায়েছ মিয়া (৪২)। উক্ত মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী৷ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ওসি পনিভূষণ রায় বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন৷ এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওসি পনিভূষণ রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন৷

উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী রায়েছ ও তার বাহিনী কর্তৃক দীর্ঘদিন ধরে বিদেশি মদ, গাঁজা ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো৷ তার মতো আরো কতিপয় মাদক ব্যবসায়ীরা মদ, গাঁজা ও ইয়াবার রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে নবীগঞ্জের আনাচে কানাচে। অন্যান্য মাদক কারবারিদের গ্রেফতার করতে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে কামনা করছেন এলাকাবাসী৷

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন