বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ডেবিল হান্ট অভিযানে আওয়ামিলীগের সাবেক
৩ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, গত (২১ মে) বুধবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এস,আই অনিক পাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নবীগঞ্জের একটি নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে আসামীদের
নিজ নিজ এলাকা বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক মোস্তপাপুর গ্রামের মৃত হাজী আতাউর রহমানের পুত্র ইজাজুর রহমান (৩৩), ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক লামলীপার গ্রামের মৃত ছত্তার চৌধুরীর পুত্র ফরাশ চৌধুরী (৬০), আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা শাহ তপু (২৫)।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন