ডেভেলপার কোম্পানি স্যাংচুয়ারি’র আমন্ত্রণে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান ও গ্রেটার লন্ডন অথরিটির (জিএলএ) প্রতিনিধিরা ব্ল্যাকওয়েল রিচ রিজেনারেশন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
টাওয়ার হ্যামলেটস বরার পপলার এলাকায় অবস্থিত রবিন হুড গার্ডেনসের সর্বশেষ ভবনটি ভেঙে ফেলার মধ্য দিয়ে এই দীর্ঘমেয়াদি প্রকল্পের নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের জন্য ১,৫০০—এর বেশি নতুন বাড়ি নির্মিত হচ্ছে।
১৯ মে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান সহ অতিথিরা সাইট পরিদর্শন করে প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে পারেন, যেখানে পুরনো আবাসিক ভবন ভেঙে স্থানীয়দের জন্য এফোর্ডেবল বা সামর্থাধীন নতুন বাড়ি নির্মাণের পথ প্রশস্ত করা হচ্ছে। স্যাংচুয়ারি—এর ঠিকাদার কেল্টব্রি ডেমোলিশন অর্থাৎ ভাঙ্গার কাজ সম্পাদন করছে।
এই প্রকল্প সাইটে এখন পর্যন্ত ৬০০—এরও বেশি বাড়ি তৈরি করা হয়েছে, যার মধ্যে ২১৪টি ফ্লাট হচ্ছে সোশ্যাল রেন্ট-এর জন্য বরাদ্দ। সম্পূর্ণ রিজেনারেশন প্রকল্প বাস্তবায়িত হলে ১,৫০০—এর বেশি নতুন বাড়ি পাওয়া যাবে, যার মধ্যে ৫০০—এরও বেশি সোশ্যাল রেন্ট-এ পাওয়া যাবে এবং ৪৪টি হবে বড় পরিবারের জন্য পর্যাপ্ত সংখ্যক বেডরুমের ফ্ল্যাট, যা ওভার ক্রাউডিং সমস্যা সমাধানে সহায়ক হবে।
এছাড়াও, মিলেনিয়াম গ্রিন নামক সবুজ অঞ্চলটি সংরক্ষণ ও উন্নত করা হয়েছে, যা এখন একটি ল্যান্ডস্কেপড পার্ক ও শিশুদের খেলার মাঠ সহ সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত। পার্শ্ববর্তী উলমোর প্রাইমারি স্কুলের শিশুরা স্কুল ছুটির পর এই খেলার মাঠ ব্যবহার করছে এবং স্কুল কর্তৃপক্ষ স্থানীয় খেলার সুবিধার এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন।
পরিদর্শনকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই রিজেনারেশন বা উন্নয়ন প্রকল্পটি স্থানীয় বাসিন্দাদের জন্য সাশ্রয়ী বাসস্থান প্রদান করবে, বিশেষ করে এমন এক সময়ে যখন এগুলোর (বাড়ি—ঘর) প্রয়োজন সবচেয়ে বেশি।”
তিনি বলেন, “ব্ল্যাকওয়াল রিচ শুধু বাসস্থান নয়, এটি একটি কমিউনিটি গড়ে তোলারও বিষয় — যেখানে বাসিন্দাদের উন্নতির জন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ থাকবে।
আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে মানুষ ভালো মানের বাসস্থান, স্থানীয় সুবিধা এবং এমন একটি পরিবেশ পাবে যেখানে তারা একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।”
স্যাংচুয়ারির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর (অ্যাসেট স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট) পিটার মার্টিন মন্তব্য করেন, “এটি (ডেমোলেশন) এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আরও একটি মূল পর্যায়ের সূচনা, যা আবাসন সংকটের এই ক্রান্তিকালে বরোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাশ্রয়ী আবাসন সরবরাহ করছে। এই উন্নয়ন উচ্চমানের আবাসন, স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি সুবিধা প্রদানের মাধ্যমে এমন একটি জায়গা তৈরি করেছে যেখানে মানুষ বসবাস ও কাজ করতে চায়, যা মানুষকে একত্রিত করছে এবং স্থানীয় অর্থনীতিকে সমর্থন করছে।”
তিনি বলেন, “আমরা আমাদের সকল অংশীদার ও সহকর্মীদের ধন্যবাদ জানাই যারা এই জটিল রিজেনারেশন কর্মসূচিতে একসাথে কাজ করেছেন এবং স্থানীয় জনগণের জন্য চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি আরও নতুন বাড়ি প্রদানের জন্য আমরা উন্মুখ।”
লন্ডনের ডেপুটি মেয়র (হাউজিং) টম কপলি যোগ করেন, “ব্ল্যাকওয়াল রিচের এই রিজেনারেশন প্রকল্প লন্ডনবাসীর জন্য সাশ্রয়ী ও সামাজিক আবাসনের একটি উল্লেখযোগ্য মাইলফলক। লন্ডন মেয়রের বিনিয়োগ ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে এই যৌথ উদ্যোগ লন্ডনবাসীর জন্য উচ্চমানের, জ্বালানী—সাশ্রয়ী ও সামর্থাধীন ভাড়ার আবাসন নিশ্চিত করবে, যা একটি সবুজ ও ন্যায়সঙ্গত লন্ডন গড়তে সহায়তা করবে।”
টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিল ও গ্রেটার লন্ডন অথরিটির সঙ্গে যৌথভাবে ব্ল্যাকওয়েল রিচ রিজেনারেশন প্রকল্প বাস্তবায়ন করছে ডেভেলপার কোম্পানি স্যাংচুয়ারি। এই প্রকল্পের মাধ্যমে আট হেক্টর জুড়ে নতুন বাড়ি, দোকান, খোলা জায়গা ও অন্যান্য অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নত করবে।
ইতিমধ্যেই এই প্রকল্প একটি নতুন মসজিদ ও উলমোর প্রাইমারি স্কুলের সম্প্রসারণের জন্য তহবিল সরবরাহ করেছে, যা স্থানীয় কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন