লন্ডন, ২১ মে ২০২৫ — গ্রীষ্মের আমেজে নতুন মাত্রা যোগ করতে প্রথমবারের মতো টাওয়ার হ্যামলেটসের বিখ্যাত ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিডো ফেস্টিভ্যাল ইন দ্য নেবারহুড’।
৯ জুন সোমবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত চার দিনব্যাপী এই উৎসব সকল বয়সের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
উৎসবের মূল উদ্দেশ্য হলো—কমিউনিটি, সংস্কৃতি ও সুস্থতাকে একত্রে উদযাপন করা। দিনভর চলবে লাইভ মিউজিক, খেলাধুলা ও ফিটনেস সেশন, পারিবারিক থিয়েটার শো, আর অফিস শেষে উপভোগ করা যাবে স্ট্রিট ফুড, ড্রিংকস ও সঙ্গীতানুষ্ঠান।
অংশগ্রহণকারী সংগঠন ও কার্যক্রমঃ
ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশন (ফুটবল), লর্ড’স কমিউনিটি ক্রিকেট, ওপেনম্যাট পিলেটিস, স্ট্রং মামস ক্লাব, লাইমহাউস বক্সিং একাডেমি, ওয়াপিং কিডস হকি, ওয়েস্ট এন্ড কিডস লাইভ, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ওয়েলবিয়িং শো, হাফ মুন থিয়েটার, তামারিন্দ থিয়েটার, বেবি ও টডলার সেন্সরি এক্সপেরিয়েন্স, সিনিয়র সিটিজেনস টি ড্যান্স, প্ল্যান্ট সিটি: ডিগার ওয়ার্ল্ড এবং আরও অনেক কিছু।
‘লিডো’ উৎসবঃ
লন্ডনের গ্রীষ্মকালীন ক্যালেন্ডারে নতুন সংযোজন লিডো ফেস্টিভ্যাল তাদের প্রথম ‘ইন দ্য নেবারহুড’ প্রোগ্রাম ঘোষনা করেছে, যেখানে সপ্তাহের মাঝামাঝি সময়ে উপস্থাপন করা হবে আনন্দ উৎসব, খেলাধুলা, পারফর্মেন্স, কমিউনিটি ইভেন্ট এবং খাবার—দাবারের আয়োজন।
সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে প্রবেশযোগ্য এই আয়োজনটি সাপ্তাহিক মিউজিক ফেস্টিভ্যালের মধ্যবর্তী সময়ে খোলা থাকবে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত চার দিনব্যাপী ফ্রি ইভেন্টটি আগস্ট মাসের অল পয়েন্ট ইস্ট ফেস্টিভ্যালের দুটি বৃহৎ সাপ্তাহিক কনসার্টের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি ইতোমধ্যেই সকল বয়সী দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
লিডো’র আয়োজনে শিশুরা অংশ নিতে পারবে ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশনের ফুটবল সেশনে, লর্ড’স—এর আয়োজনে ক্রিকেট খেলায়, ওয়াপিং কিডস—এর সঙ্গে হকি প্রশিক্ষণে এবং লাইমহাউস বক্সিং একাডেমির পরিচালনায় নন—কন্টাক্ট বক্সিং কর্মশালায়—যা শারীরিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা উন্নয়নে সহায়তা করবে।
হাফ মুন—এর লাইভ থিয়েটার শো উপভোগ করুন—যা যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ছোট পরিসরের তরুণদের জন্য থিয়েটার ভেন্যু ও ট্যুরিং কোম্পানি এবং এটি স্থানীয় আরেকটি সাফল্যের গল্প। হোয়াইটচ্যাপেল—ভিত্তিক এই প্রতিষ্ঠানটি জন্ম থেকে ১৮ বছর বয়সী (এবং প্রতিবন্ধী তরুণদের ক্ষেত্রে ২৫ বছর পর্যন্ত) তরুণদের থিয়েটারের সেরাটা উপভোগ করার সুযোগ দেয়, অংশগ্রহণকারী এবং দর্শক উভয় হিসেবেই।
টাওয়ার হ্যামলেটস ভিত্তিক তামারিন্ড থিয়েটার সৃজনশীল পরিবেশনার জন্য পরিচিত, যা সঙ্গীত, গান, নৃত্য এবং কিছু দর্শকদের সমন্বয়ে বাংলাদেশের ও অন্যান্য সংস্কৃতি পরিবেশনা উপস্থাপন করে, একটি বৈশ্বিক অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ।
ক্যাপ্টেন ফ্যানটাস্টিক ওয়েলবিইং স্টেজ সেশনগুলো শিশুদের বিনোদনে বিশেষজ্ঞ একটি প্রতিষ্ঠান এবং তারা তাদের অসাধারণ কাজগুলো লিডো—তে নিয়ে আসছে। তাদের মাইন্ডফুলনেস স্টেজ শো বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা সহনশীলতা, সুস্থতা এবং আত্মবিশ্বাসের দক্ষতা বিকাশ করতে পারে, যে গুলো একটি সহজ এবং মজার উপায়ে অনুসন্ধান করা হয় যাতে শিশুরা এতে অংশগ্রহণ করতে এবং বুঝতে পারে।
ওয়েস্ট এন্ড কিডস এর পারফরম্যান্সে উদ্দীপ্ত ও চমকপ্রদ পরিবেশনায় মুগ্ধ হতে প্রস্তুত হন, যা আপনাকে গুনগুন করে গাইতে এবং তালে তালে পা মেলাতে বাধ্য করবে। প্রতিভাবান তরুণরা মঞ্চে উঠে আপনার প্রিয় মিউজিক্যাল থিয়েটারের অসাধারণ পরিবেশন উপস্থাপন করবে, যা আপনি কখনো ভুলবেন না। প্রাপ্তবয়স্করা অফিস শেষে লাইভ মিউজিক পারফরম্যান্স এবং ডিজে উপভোগ করতে পারবেন, সাথে থাকবে অসাধারণ স্ট্রিট ফুড এবং পানীয়, যা সরবরাহ করবে স্থানীয় অসাধারণ গ্রুপ ও ব্যবসা প্রতিস্টান । অথবা বিনামূল্যে ফিটনেস সেশন উপভোগ করুন। ওপেনম্যাট পিলেটিস এর অধীনে ‘বিগ টপ’—এ অংশ নিন একটি সঙ্গীতময়, প্রাণবন্ত ৪৫ মিনিটের ফুল বডি পিলেটিস অভিজ্ঞতায়। নিজের ম্যাট নিয়ে আসুন, কৌতূহল আনুন এবং উপভোগ করুন, কমিউনিটি এবং শরীর ভালো লাগার আনন্দ।
স্ট্রং মামস ক্লাব—ও বিগ টপ—এ সেশন পরিচালনা করবে। নতুন মায়েদের জন্য প্রস্তুত এই ক্লাবটি তাঁদের শরীরকে প্রসব—পরবর্তী সময়ে সুস্থ, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী রাখতে সাহায্য করে।
তারা মায়েদের জন্য এবং তাঁদের শিশুরাও সঙ্গে রেখে ধাপে ধাপে স্ট্রেন্থ ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করে।
হ্যাকনি বেবি সেন্সরি সেশনগুলাতে থাকবে লাইটস মিউজিকসহ জাদুকরী মুহূর্তে ভরপুর । এছাড়াও ‘অ্যাডভেঞ্চার বেবিজ ছোট শিশুদের জন্য সেশন আয়োজন করছে ।
শিশুদের জন্য থিমযুক্ত সেন্সরি ট্রে, গল্প বলা এবং রঙিন প্যারাশুটের নিচে নাচার অসাধারণ সব মুহূর্ত!
টাওয়ার হ্যামলেটস আয়োজন করবে তাদের জনপ্রিয় ৫০ ঊর্ধ্বদের জন্য টি ড্যান্স, যেখানে থাকবেন গ্লোবাল ভিলেজ টনি লেন এবং সানশাইন কিংস লাইভ ব্যান্ড।
চা ও রিফ্রেশমেন্ট থাকবে এইজ ইউকে ইস্ট লন্ডন এর সৌজন্যে বিনামূল্যে।
উইকএন্ড কনসার্টগুলির প্রধান শিল্পীরা হলেন ম্যাসিভ অ্যাটাক (শুক্রবার ৬ জুন), জেমি এক্সএক্স (শনিবার ৭ জুন), আউটব্রেক ফেস্ট (শুক্রবার ১৩ জুন), চার্লি এক্সসিএক্সের নিজস্ব পার্টি গার্ল ফেস্টিভাল (শনিবার ১৪ জুন) এবং লন্ডন গ্রামার (রবিবার ১৫ জুন) ইন্যাগরাল লিডোর জন্য।
লিডো ফেস্টিভ্যাল শিল্পীদের অগ্রাধিকার দিয়ে তাঁদের হাতে পুরো আয়োজনের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে।
প্রতিটি দিন হেডলাইনাররা সাজিয়েছেন তাঁদের পছন্দের শিল্পী, সহযোগী ও নতুন উদীয়মান প্রতিভাদের নিয়ে।
শিল্পী নির্বাচনের পাশাপাশি স্টেজ ডিজাইন ও আর্টওয়ার্কেও থাকবে তাদের নিজস্ব ছোঁয়া।
ভিক্টোরিয়া পার্কের ‘লিডো ফিল্ড’ এর নামানুসারে, ১০ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাছাই করা সঙ্গীত পরিবেশনা, যার মূল লক্ষ্য স্থায়িত্বশীলতা ও কমিউনিটি সম্পৃক্ততা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন