নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকায় সাংবাদিক ফরজুন আক্তার মনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
অভিযোগ পাওয়া গেছে, নবীগঞ্জ উপজেলার করগাঁও মসজিদের ইমাম জাবেদ আহমেদ চৌধুরী ও তার লোকজনের নির্যাতনে বাসায় থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। মনি দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে বারবার তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি চারতলা ফাউন্ডেশনের নামে পৌরসভার নিয়মবহির্ভূতভাবে নির্মাণ কাজ চালিয়ে তার জীবনের ঝুঁকি বাড়ানো হচ্ছে।
অভিযোগে জানা যায়, প্রায় তিন মাস আগে জাবেদ মোল্লা মনির কাছে এক রাতের জন্য ১২/১৩ বছরের একটি বালককে রাখার অনুরোধ করেন। অনুমতির সুযোগে মনি'র বাসার এক ইউনিট দখল করতে গেলে তৎক্ষণাৎ প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে জাবেদ মোল্লা নিজেকে জামাত নেতা দাবি করে নানা অশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। থানায় অভিযোগ করার পর স্থানীয় সালিসের মাধ্যমে তাকে জরিমানার মাধ্যমে মিমাংসা করা হয়।পরে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে মনির দুই শতাংশ জমির সীমানা ক্রয় করে তার অতিরিক্ত জমি থাকা সত্ত্বেও পৌরসভার অনুমতি ব্যতিত চারতলা ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণ শুরু করেন।
মনি বাঁধা দিলে, জাবেদ মোল্লার লাঠিয়াল বাহিনী ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যায়। এরপর পৌরসভা ফাঁকি দেওয়ার জন্য টিনের চৌচালার মাধ্যমে কাজ শেষ করেন। এতে মনির বাসা ও ওয়াশরুমের ট্যাংকিতে পানি ডুকে পড়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। জাবেদ মোল্লার লোকজন দিয়ে বাসা ভাঙচুর সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েন ভুক্তভোগী মনি। বাধাঁ দিলে তাকে খুনের উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। মনি প্রাণ রক্ষায় লাইভ ভিডিও চালু করলে আতঙ্কে attackers পিছু হটেন। আক্রমণের আতঙ্কে মনি বুক থরথর করে কেপে ব্যথায় ভুগছিলেন।
বর্তমানে বৃষ্টির পানির কারণে মনি'র বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেদ। নবীগঞ্জ থানায় একাধিকবার অভিযোগ দিলেও জাবেদ মোল্লার দখল- দারিত্ব ও নির্যাতন যেন থামছেই না। এমনকি স্থানীয় স্বার্থান্বেষী মহলও তাকে চুপ থাকতে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে দাবি করেছেন মনি। ওয়াশরুমের ট্যাংকিতে কৌশলে পানি ভরাট করায় জন স্বাস্থ্য ও ঝুঁকির মুখে পড়েছে। মনি অভিযোগের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্টস সংরক্ষণ করেছেন।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী। সাংবাদিক মনির দাবি, অবিলম্বে জাবেদ মোল্লার দখল-দারিত্ব ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অতি জরুরী হয়ে পড়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন