চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শনিবার (১’ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ও বিভিন্ন এনজিও’র সহযোগিতায় সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে শেষ হয়। পরে হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও শিক্ষা অফিসার শামসুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন খাইরুল আতাতুর্ক এইডসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি এইডসের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে বিভিন্ন পরামর্শ দেন। ##