মৌলভীবাজারের কুলাউড়ায় ‘মূল্লুকে চলো’ আন্দোলনের শহীদ চা শ্রমিকদের স্মরণে চা শ্রমিক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলার লংলা ভ্যালী কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়ন বি-৭৭, নারী ফোরাম লংলা চা বাগান এবং উন্নয়ন সংস্থা প্রচেষ্টা’র উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি। বিশেষ অতিথি ছিলেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান, অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা, সিরাজনগর চা বাগানের ব্যবস্থাপক শামিম আহমদ চৌধুরী, লংলা ভ্যালীর সাধারণ সম্পাদক সঞ্জু গৌস্বামী, প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী রবিন্দ্র জাকব ত্রিপুরা ও প্রকল্প কর্মকর্তা রাম নারায়ন রবিদাস।
বক্তারা বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের জীবনমান এখনও ন্যায্যতার পর্যায়ে পৌঁছায়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। এই দিনটি শুধু স্মরণের নয়, বরং চা শ্রমিকদের অধিকার আদায়ের দৃঢ় শপথ নেওয়ার দিন।
জানা গেছে, ১৯২১ সালের এই দিনে ব্রিটিশ শাসনের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রায় ৩০ হাজার চা শ্রমিক নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে ‘মূল্লুকে চলো’ আন্দোলনে অংশ নেন। চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে শত শত শ্রমিককে। সেই রক্তাক্ত ইতিহাস স্মরণে প্রতিবছর ২০ মে ‘চা শ্রমিক দিবস’ পালিত হয়ে আসছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন