হাকিকুল ইসলাম খোকন,
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার প্রথম সভা ও অভিষেক এবং বনভোজন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি নিউইয়র্কের এস্টোরিয়া পাকে’র মনোরম পরিবেশে প্রথম সভা,অভিষেক এবং বণভোজন সকল সম্মানীত সদস্যদের স্বতঃস্ফুত’ অংশগ্রহন ও সহযোগীতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের নতুন কমিটির প্রথম বৈঠক নদী তীরবর্তী মনরোর ও প্রাকৃতিক পরিবেশে সবার অংশগ্রহণে প্রানবন্ত ছিল । সম্মানীত উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবংলসকলের মূল্যবান মতামত পরবর্তীতে সংগঠনের কার্যক্রম গতিশীল করবে বলে অভিমত জানান সবাই ।বনভোজনে উপস্থিত সবাইক রকমারি আয়োজনে আপ্যায়ন করা হয় এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউইয়র্ক শাখার প্রথম সভায় পূর্নঈ কমিটি এবং উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয় ।কায্য’নিবা’হী কমিটি ২০২৫-২০২৭ এর সভাপতি এডভোকেট মিয়া জাকির, সহ-সভাপতি:এডভোকেট আব্দুল হাই কাইয়ুম,সাধারন সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল,সহ-সাধারন সম্পাদক এডভোকেট ইব্রাহিম লোদি,সাংগঠনিক সম্পাদক:এডভোকেট আব্দুর রশিদ,প্রচার সম্পাদক: রীনা আবেদিন,আইন সম্পাদক এডভোকেট তাহমিনা আক্তার সুইটি, কোষাধ্যক্ষ আক্তারুর রহমান মামুন,কায্য'করী সদস্য,আব্দুর রহমান কিবরিয়া,আবুল কাশেম রাজু,এডভোকেট সাইদুর রহমান,এডভোকেট আতিকুর রহমান সাবু,এডভোকেট জয়জিত আচায্য',এডভোকেট মুহি উদ্দিন,কুবরাতুন্নেছা,আলতাফ হোসেন,আজাদ আলী সিপু,উপদেস্টা মন্ডলী এডভোকেট মোহাম্মদ আলী বাবুল,এটনী’ অশোক কম’কার,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,এটনী’ খায়রুল বাশার,এডভোকেট নাসির উদ্দিন,আব্দুল মালেক মানিক ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন